র‌্যাব-১১ সিপিসি-৩ অভিযানে বেগমগঞ্জে আসিফ হত্যা মামলার ১জন আসামী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃর‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, হত্যাকারী, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিসি-৩ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। ১২ জানুয়ারি ২০২৪ ইং তারিখ র‌্যাব-১১, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন নাটেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত আসিফ হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ ইব্রাহিম খলিল সাগর (২৩) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম খলিল সাগর (২৩) নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন নাটেশ্বর এলাকার আবেদ মুন্সি বাড়ির মোঃ মনির আহম্মদ এর ছেলে।

৩। এজাহার সূত্রে জানা যায়, ঘটনায় নিহত মোঃ ইসমাইল হোসেন @ আসিফ (২২) এর সাথে মামলার এজাহারনামীয় আসামীদের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিলো। ভিকটিম ও মামলার আসামীগণ প্রায়ই একসাথে চলাফেলা করতো ও আড্ডা দিত। ঘটনার দিন গত ০৯/০১/২০২৪ ইং তারিখ সকাল বেলা গ্রেফতারকৃত আসামী সাগর ও নিহত ভিকটিম মটর সাইকেল যোগে বেগমগঞ্জ থানাধীন একলাশপুর সাকিনস্থ ইসমাইল মেস্ত্রীর বাড়ির সামনে যায়। মটর সাইকেল হতে নেমে পায়ে হেঁটে ইসমাইল মেস্ত্রীর বাড়ির মামলার প্রধান আসামী আরিফের বসত ঘরের সামনে উপস্থিত হলে মামলার আসামীগণ অজ্ঞাত কারণে ভিকটিমকে এলোপাথাড়ি মারধর আরম্ভ করে। এক পর্যায়ে আসামীগণ হাতে থাকা ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে ভিকটিমের মাথা, ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। আশপাশের লোকজন হত্যার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে আসামীগণ তাৎক্ষণিক সেখান থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা জয়নাল আবেদিন (৬৬) বাদী হয়ে ০৮ জন এজাহারনামীয় সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীদের বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর হতে র‌্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল ঘটনা সংঘটনকারী হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত আরম্ভ করে। পরবর্তীতে র‌্যাব-১১, সিপিসি-৩ এর চৌকস আভিযানিক দল ১২/০১/২০২৪ ইং তারিখ গোয়েন্দা নজরদারির মাধ্যমে চাঞ্চল্যকর আসিফ হত্যা মামলার অন্যতম আসামী মোঃ ইব্রাহিম খলিল সাগর (২৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *