ফাইনা‌লে বেলবন স্টারেরকে ১ গো‌লে হা‌রি‌য়ে ফায়ার ফাইটারের বিজয়

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের গোগনগ‌রে ফায়ার ফাইটার এর উদ্যোগে ফুটবল প্রী‌তি ম্যা‌চের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান হয়।

শুক্রবার (১২ই জানুয়ারী) বিকা‌লে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এসময় ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন বেলবন স্টার ও ফায়ার ফাইটার দল।

নব্বই মি‌নি‌টের ফাইনাল খেলায় বেলবন স্টার ০-১ ফায়ার ফাইটার‌ নির্ধা‌রিত সময় শেষ হয়। এরপর বিজ‌য়ের ১ গো‌লে বিজয় লাভ করে ফায়ার ফাইটার।

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত ৫নং ওয়ার্ডের মেম্বার শেখ মোঃ রফিকুল ইসলাম রফিক।

রফিকুল ইসলাম রফিক বলেন,  আপনারা যে দুই দল খেলছেন তারা সকলে আমার এলাকার লোক। আপনারা যে সুন্দর করে খেলাটা শেষ করেছেন তাই সকলকে অনেক ধন্যবাদ। এরপর বিজ‌য় দলের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা ক‌রেন, মোঃ জিতু শেখ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। পুরস্কার বিতরন অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন, আহমেদ রাইসুল,আহমেদ খাইরুল,ইমন,বিজয়, শাওন, আকছাদ, রোহান, সাফাক, মারুফ, তারেক ও অপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *