নওগাঁর পত্নীতলায় নয়নজলীর পাশ থেকে আজিজার রহমানের মৃতদেহ উদ্ধার

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর পত্নীতলায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকেপত্নীতলা

সাপাহার সড়কের পত্নীতলা বাজারের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আজিজার রহমান (৪৮) বাড়ি একই জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজারের এলাকার রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রথমে তার পরিচয় জানা সম্ভব হয়নি। তবে পরে তার পরিচয় জানা গেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মহাদেবপুর থেকে কখন এবং কিভাবে তিনি পত্নীতলায় এলেন, সেই বিষয়ে পরিবারের লোকজনদের সাথে কথা হচ্ছে।
লাখাইয়ে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগলাখাইয়ে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগপত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *