দৈনিক তালাশ.কমঃঅদ্য ১১/০১/২০২৪ খ্রিঃ আনুমানিক সকাল ১৩:৩০ ঘটিকায় চট্টগ্রাম বিমানবন্দর টার্মিনালের মধ্যম গেইট এ জান্নাতুল মাওয়া (০৬), পিতা- খোরশেদ আলম, মাতা- ইয়াসমিন আক্তার, গ্রাম- পূর্ব রাউজান, পোস্টঃ জয়নগর, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম নামক ০১ (এক) জন শিশুকে পাওয়া যায়। ডিউটিরত এপিবিএন সদস্য শিশুটিকে নিজ হেফাজতে নিয়ে দায়িত্বের সহিত শিশুর পরিবারকে খুঁজে বের করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অদ্য শিশুটি আনুমানিক ১১:৪০ ঘটিকার সময় পরিবার বর্গের সাথে বাংলাদেশ বিমান (BG-122) এর মাসকাট হতে আগত যাত্রী খোরশেদ আলম, পাসপোর্ট নং: A11029365 (সম্পর্ক শিশুর বাবা)কে রিসিভ করতে বিমানবন্দর এলাকায় আসে। বিমানবন্দর এর পার্কিং এলাকায় অন্যান্য যাত্রী ও দর্শনার্থীর ভিড়ে শিশু জান্নাতুল মাওয়া (০৬) তার পরিবার থেকে হারিয়ে যায়। ডিউটিরত এপিবিএন সদস্য শিশুটিকে নিজ হেফাজতে নিয়ে দায়িত্বের সহিত শিশুর পরিবারকে খুঁজে পেয়ে সত্যতা যাচাই করে নিশ্চিত হয়ে শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়। শিশু জান্নাতুল মাওয়া এর পরিবার হারিয়ে যাওয়া জান্নাতুল মাওয়া খুঁজে পেয়ে আনন্দিত হয় এবং এপিবিএন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।