শামীম ওসমান জয়ী হাওয়াতে অয়ন ওসমানকে শুভেচ্ছা জানালেন মেহেদী ও রাসেল প্রধান

দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীক প্রার্থী আলহাজ্ব এ কে এম শামীম ওসমান বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় লাভ করায় তার একমাত্র পুত্র জেড এন আইটি স্যালুশন’ এর সত্ত্বাধিকারী ও নারায়ণগঞ্জ তরুন সমাজের আইকন ইমতিনান ওসমান অয়ন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সম্রাট ও সাধারণ সম্পাদক রাসেল প্রধান।

৮ই জানুয়ারি রোজ সোমবার সন্ধ্যায় কলেজ রোডে অবস্থিত অয়ন ওসমানের অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে।

এই সময় মেহেদী ও রাসেল এর উদ্দেশ্যে বলেন অয়ন ওসমান বলেন, এই বিজয় শামীম ওসমান ও অয়ন ওসমানের না এই বিজয় আমাদের নেতাকর্মীদের সবার, আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম এর কারনে আজকে নৌকা প্রার্থী শামীম ওসমান বিজয় হয়েছে। ধন্যবাদ জানাই আমার সকল ভাইদের যারা রাতদিন অক্লান্ত পরিশ্রম করেছে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি-মেহেদী হাসান সম্রাট বলেন, এই বিজয় আমাদের নেতা শামীম ওসমানের,এই বিজয় আমার নেতা তরুন প্রজন্মের আইডল অয়ন ওসমান এর বিজয়। আমরা গর্বিত শামীম ওসমান এর মত একজন নেতা পেয়ে যে কিনা মাঠ থেকে উঠে আসা তৃণমূল নেতাকর্মীদের কিভাবে মূল্যায়ন করতে হয়, মহানগর ছাত্রলীগ গর্বিত অয়ন ওসমান এর মত একজন ভাইকে পেয়ে যার ভিতরে কোন অহংকার নেই সবাইকে আপন করে নেয়, সবাইকে ভাই এর চোখে দেখে।

ত্যাগী নেতাকর্মীদের কিভাবে মুল্যায়ন করতে হয় তা দেখিয়ে দিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান। আমরা নিজেদের ভাগ্যবান মনে করি এমন নেতার ক্ষুদ্রতম একজন কর্মি হয়ে। সবাই আমাদের নেতা শামীম ওসমান এবং অয়ন ওসমান এর জন্য দোয়া করবেন তারা যেনো নারায়ণগঞ্জ বাসির সুখ দুখে সব সময় পাশে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *