সেলিম ওসমান পূণরায় সাংসদ নির্বাচিত হওয়ায় ১৫নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা

দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে টানা তৃতীয়বারের মতো লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে পূণরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ১৫ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে একেএম সেলিম ওসমান’কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সোমবার (৮ই জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্পে ১৫ নং ওয়ার্ডবাসীর পক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিএম আরমান, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ কামাল হোসেন ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদ হোসেন রকি’র নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় নেতৃবৃন্দরা জানান, শেখ হাসিনার এই জয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, আসবে অর্থনৈতিক মুক্তি। এই জয়ে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিশ্বরাজনীতিতে সৃষ্টি করতে যাচ্ছেন অনন্য রেকর্ড। আমরা প্রত্যাশা করছি আগামী দিনেও একেএম সেলিম ওসমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে এবং ‘রূপকল্প-২০৪১’ এর স্বপ্ন দ্রুত বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

নারায়ণগঞ্জ-৫ আসনে টানা তৃতীয়বারের মতো লাঙ্গল প্রতীক নিয়ে একেএম সেলিম ওসমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় পুরো আসন জুড়ে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *