দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে টানা তৃতীয়বারের মতো লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে পূণরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাজী আহমেদ তুষার মাঈন উদ্দিনের পক্ষ থেকে একেএম সেলিম ওসমান’কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (৮ই জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্পে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হাজী আহমেদ তুষার মাঈন উদ্দিনের নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় আহমেদ তুষার মাঈন উদ্দিন বলেন, টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এই জয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, আসবে অর্থনৈতিক মুক্তি। এই জয়ে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিশ্বরাজনীতিতে সৃষ্টি করতে যাচ্ছেন অনন্য রেকর্ড।
তিনি আরও বলেন, জনগণ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। নির্বাচনের দিনেও যারা হরতাল ডেকেছিল জনগণ তাদের আস্তা কুঁড়ে নিক্ষেপ করেছে। ওরা এখন জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত। ব্যালটের মাধ্যমে বাংলার জনগণ তাদের সমুচিত জবাব দিয়েছে। আমি প্রত্যাশা করছি আগামী দিনেও একেএম সেলিম ওসমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে এবং ‘রূপকল্প-২০৪১’ ও ‘সোনার বাংলার’ স্বপ্ন দ্রুত বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
নারায়ণগঞ্জ-৫ আসনে টানা তৃতীয়বারের মতো লাঙ্গল প্রতীক নিয়ে একেএম সেলিম ওসমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় পুরো আসন জুড়ে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।