ফের জামিনে বের হয়ে মাদক ও গ্যাং ধর্ষন মামলার আসামী শুভর নতুন কৌশলে মাদক বিক্রি

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ার আমলাপাড়া এলাকায় অবাধে চলছে শুভর মাদক ব্যবসা। আর এসব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের প্রকাশ্য বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। কেউ কিছু বললে তাদের ওপর নেমে আসে নানা অত্যাচার। চাষাড়া হর্কাস মার্কেট,আমলাপাড়া,মিশনপাড়া,কালিরবাজারসহ বেশ কিছু এলাকায় মাদক ব্যবসায়ী শুভর মাধ্যমেই চলছে এই রমারমা মাদক ব্যবসা।

এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, চাষাড়া হর্কাস মার্কেট,আমলাপাড়া,মিশনপাড়া,কালিরবাজারসহ বেশ কিছু এলাকায় হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক ব্যবসায়ী শুভর মাদক। দিনরাত সবসময় চলে মাদক কারবারিদের ব্যবসা। মাদক সেবীদের নিরাপদ স্থান হওয়ায় নির্বিঘ্নে চলে তাদের ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক সেবনের কাজ। তবে মাদক সেবীদের আনাগোনা বেশী লক্ষ্য করা যায় বিকেল থেতে গভীর রাত পর্যন্ত। রাত যতবাড়ে মাদক সেবীদের জন্য পরিণত হয় অভয়ারণ্য।

নাম প্রকাশ না করার শর্তে আমলাপাড়া এলাকার এক ব্যবসায়ী জানিয়েছেন, মাদক ব্যবসায়ী শুভর নেতৃত্বেই চাষাড়া ও তার আশপাশের এলাকায় মাদক ব্যবসা চলে। মূলত তাদের সেন্টাল জোন হিসাবে হকার্স মার্কেটের দূর্গামহলের মাঠকে বেঁছে নিয়েছে। ফোনের মাধ্যমে, মিশন পাড়া, ডনচেম্বার, আমলাপাড়া সহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে থাকে মাদক বিক্রেতা শুভ। দূর দূরান্তের আসা বিভিন্ন মাদকসেবী ইয়াবা, গাঁজা ও হেরোইন সেবন ও ক্রয় করে থাকে।

এর আগেও বেশ কয়েকবার এ মাদক ব্যবসায়ী মাদকসহ,কিশোরীকে গ্যাং ধর্ষন মামলায় গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও প্রকাশ্যে মাদক ব্যবসা শুরু করেছেন।

এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করে মাদক ব্যবসায়ী শুভর মাদক ব্যবসা বন্ধের আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *