দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও চোখ উপড়ানো ছিল।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার রঘুরামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা জানান, যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার, সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, ওই যুবকের বয়স আনুমানিক ৩২। তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা যাচ্ছে, রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্য করে লাশ সড়কের ধারে ফেলে গেছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।