দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি :টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আব্দুল লতিফ সিদ্দিকী বেসরকারীভাবে নির্বাচিত।
রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারী-রিটার্নিং অফিসার ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী ট্রাক প্রতীকে ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার নৌকা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।
এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। জাতীয় পার্টির মোঃ লিয়াকত আলী (নাঙ্গল) ৫০৩, জাকের পার্টি মোঃ মমতাজ আলী (গোলাপ ফুল) ২৬১, জাসদের এস এম আবু মোস্তফা (মশাল) ২০৩ । জাতীয় পার্টি জেপি সাদেক সিদ্দিকী (বাই-সাইকেল) ১৪৭, মোঃ শহিদুল ইসলাম তৃণমূল বিএনপি (সোনালী আাঁশ) ১৩৬, বাংলাদেশ সুপ্রিম পার্টি
মোঃ শুকুর মাহমুদ (একতারা) ১০৩ ভোট পেয়েছেন। মোট ভোটার ৩,৫৪,৫৫৬। এ আসনে মোট ভোট কেন্দ্র ১১৩টি। মোট বৈধ ভোটার ১,৩৭,১৫৫। বাতিল ভোটের সংখ্যা ২,৪২৩। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১,৩৯,৫৭৮। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৯%।