সিদ্ধিরগঞ্জে ড্রাইভার মন্টু ও আখির পরকীয়া ফাঁস

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকার মক্কী নগর মাদ্রাসার সামনে রুবেল এর বাড়ির ভাড়া টিয়া আঁখি বেগম মতলব চাঁদপুর তার স্বামী সৌদি আরব প্রবাসী আখির স্বামী সৌদি আরব থাকে প্রায় ১০ বছর এই দিকে প্রবাসী স্বামী তার নিজ গ্রামের মে আখিকে বিয়ে করে দুইটি সন্তানের বাবা হন প্রবাসী স্বামীর বড় মেয়ে কলেজে পড়ে ছেলে মাদ্রাসায় পড়ে দুই বাচ্চার প্রতি মাসে পড়াশোনার জন্য প্রবাসী স্বামী২০০০০ টাকা আখি বেগমের কাছে পাঠায় এই সুযোগে আঁখি বেগম মোহাম্মাদিয়া রোলিং মিলের ড্রাইভার মন্টু মিয়ার সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে অসামাজিক কাজে নিজ মেয়েকে ব্যবহার করে নারী লোভী মন্টু মিয়া প্রতিদিন মাদক সেবন করে বাসায় আসে আঁখিকে মাদক সেবন করা শিখায় এভাবে দুইজন মিলে মাদক সেবন করে এইদিকে ডাইভার মন্টু আখির স্বামী পরিচয় দিয়ে দীর্ঘ ৫ বছর যাবত আঁখি ও তার কলেজ পড়ুয়া মেয়ে মিমের সাথে পরকীয়ায় লিপ্ত রয়েছে নারী লোভি মন্টু মিয়া বিয়ে ছাড়া আঁখিকে স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া করে রাখে নারী লোভী ডাইভার মন্টুর কুকর্মের কথা প্রকাশ হলে আঁখি বেগম নিজে এসে স্বীকার করে বিয়ের পরিচয় পত্র চাইলে আঁখি বেগম বলে কোন ডকুমেন্ট নাই কিন্তু এ ব্যাপারে খবর নিয়ে জানা যায় মন্টুর বড় ছেলে নয়ন সব জানে এবং ওই মিলেই নয়ন কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *