দৈনিক তালাশ.কমঃটাঙ্গাইল থেকে গৌরাঙ্গ বিশ্বাস টাঙ্গাইল-৪ আসন(কালিহাতী)তে স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ শুল্কার জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বক্তারা বলেন, স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজের অসমাপ্ত কাজ শেষ করে কালিহাতি বাসীর সেবা করার জন্য ৭ জানুয়ারি ঈগল প্রতিকে ভোট দিয়ে সারওয়াত সিরাজ শুল্কাকে জয়ী করতে হবে।
সারওয়াত সিরাজ শুল্কা বলেন,যারা স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজের বিরুদ্ধে যারা সমালোচনা করেন তাদের উচিত জবাব দেওয়া হবে।
ট্রাক মার্কায় যে প্রার্থী তাদের নেতাকর্মীদের বলতে চাই সাবধান হয়ে যান, এই সন্ত্রাসী রাজনৈতি বাদ দেন।
এসময় স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ শুল্কা ও তার হাজার হাজার নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।