লাঙ্গল প্রতীক নিয়ে ১৩ নং ওয়ার্ডে ভোটারদের কাছে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা হারুন 

দৈনিক তালাশ.কমঃআওয়ামীলীগ নেতা গণসংযোগে ৪ টি স্থানে হারুন তার বক্তব্যে বলেন, আমি এ এলাকার সন্তান একটি ভোট চাইতে আপনাদের কাছে আসতে হয়েছে। আমরা দলবল নির্বিশেষে স্বাধীনতার পক্ষে যারা রক্ত দিয়েছে। যারা যুদ্ধ করেছেন। যারা স্বাধীনতার সংগ্রাম দেখেছেন তারা বলতে পারবে কত মাবোনের ইজ্জত নষ্টো হয়েছে। রাস্তা ঘাটে কত মানুষের দেহ পরে রয়েছে। যারা ঐ ইতিহাস না দেখেছে তারা বলতে পারবেনা। সেই সময়কার বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান এবং তার বড় ভাই নাসিম ওসমান। প্রয়াত নাসিম ওসমান এর মৃত্যু হওয়ার পর সেলিম ওসমান তার হাল ধরেছে। আপনাদের কাছে জোড় হাত করে বলছি আপনারা ৭ তারিখ সকালে মা, বোনেরা রান্নাভারা করে সকালে সকালে ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায়া ভোট দিয়ে আসবেন।

এসময় উপস্থিত ছিলেন, গলাচিপা কৃতিসন্তান শহিদুল ইসলাম সেন্টু, জাতীয়পার্টীর নেতা রহমত উল্লাহ, জাতীয়পার্টীর নেতা লিটন আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শায়েক রেজা অনি, সমাজ সেবক আলামিন আহম্মেদ, শাহিন আহম্মেদ, রবিন হোসেন, মো. আলাল, নেছার, রাকিবুল ইসলাম রকি সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *