দৌলতপুরে নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে: এমপি বাদশাহ্

দৈনিক তালাশ.কমঃ দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ বলেছেন, সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ দেশের মানুষ একমাত্র শেখ হাসিনার ওপর আস্থাশীল ও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক নৌকা। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক নৌকা। সুতরাং চক্রান্ত, ষড়যন্ত্র ও মিথ্যাচার করে নৌকার বিজয় ঠেকানো যাবে না। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে, নৌকার জয় সুনিশ্চিত।

সোমবার (১জানুয়ারি) কুষ্টিয়া-১ নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, সারা দেশে নির্বাচনী উৎসব বিরাজ করছে। এ দেশের মানুষ আগামী ৭ জানুয়ারি নৌকাকে বিজয়ী করার জন্য প্রস্তুত। এ জনপদ নৌকার জনপদ, নৌকার ঘাঁটি। তিনি বলেন, দৌলতপুরের মানুষ ভালো করেই জানে নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। ২০১৮ সালে আপনারা নৌকায় ভোট দিয়ে বিজয়ী করেছেন বলেই চিলমারী চরে বিদ্যুৎ, পাকা রাস্তা হয়েছে, হোসেনাবাদ পলিটিক্যাল স্কুল এন্ড কলেজের বহুতল ভবন নির্মান হয়েছে, পদ্মার নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, নতুন নতুন ভবন হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই দৌলতপুর এগিয়ে যাচ্ছে। তাই দৌলতপুরে পুরের মানুষ আবারও নৌকাকে বিজয়ী করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এ সময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাসানুল আসকার হাসু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, দৌলতপুর উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার তৌহিদুর রহমান তৌহিদ, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন সহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *