কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের নামে আরো ১টি জমি ক্রয়

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি :কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের নামে আরো ২০ শতাংশ জমি ক্রয়। মঙ্গলবার (২ জানুয়ারি) কালিহাতী সাব-রেজিষ্ট্রার অফিসে এ দলিল হয়। উক্ত বৃদ্ধাশ্রমের সভাপতি মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো: শহিদুল ইসলাম টাঙ্গাইলের কালিহাতীর বাগুটিয়াস্থ কেন্দ্রীয় সাধু সুংঘের একটি প্রতিষ্ঠান তাঁর পিতামাতার নামে গড়ে তোলেন। আরো উল্লেখ্য, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাবেক কালিহাতী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহআলম সুদূর প্রসারী অন্ত: চক্ষুর আলোকে এ সাধুর ধাম কেন্দ্রীয় সাধু সংঘ গড়ে তোলেন। ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আসছে ২১,২২ ও ২৩ জানুয়ারি সাধু সম্মেলন ও লালন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ব‍‍্যাপারে তিনদিন ব‍্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত। সোমবার (২৫ ডিসেম্বর) কালিহাতীর বাগুটিয়াস্থ কেন্দ্রীয় সাধুসংঘ সাধুর ধামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ থেকে আগত রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সহ-সভাপতি শফিকুর রহমান মোল্লা বিন মতি, বিশেষ আকর্ষণ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ঢাকা থেকে আগত লালন গবেষক সরদার হীরক রাজা, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের উপদেষ্টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের নৌকার কান্ডারী প্রধান মন্ত্রীর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারসহ রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহআলম, যুগ্ম সম্পাদক মহসীন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন সাংগঠনিক সম্পাদক ফাতেমা নওরীন মেরী, সাবেক দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মো: আনোয়ার আকন্দ, প্রভাষক বাবর আলী তালুকদার, কেন্দ্রীয় সাধু সংঘের সহ সভাপতি মো: ইদ্রিস আলী বিডিআর, দপ্তর সম্পাদক সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ, সাধুগণ ও পরিবারের নেতা কর্মীর উপস্থিতিতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *