ভূয়াপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি রাজ্জাক ও সেক্রেটারি কামাল নির্বাচিত

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইল জেলার ভূয়াপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২০২৪-২৫ নির্বাচনে সভাপতি মোহাম্মদ আ: রাজ্জাক ও সেক্রেটারি মো: কামাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভূয়াপুর প্রেসক্লাবের ভিতর বুথে স্বচ্ছ ব‍্যালট বাক্সের মাধ‍্যমে দুপুর আড়াই টা সাড়ে চার টা পযর্ন্ত ভোট গ্রহণ অনুষ্টিত হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ আব্দুর রাজ্জাক ২২ ভোট, সহ-সভাপতি দু’জন যথাক্রমে সিরাজুল ইসলাম কিসলু ২২ ভোট, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু ২২ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল হোসেন ২৫ ভোট, যুগ্ম সম্পাদক পদে শফিকুল ইসলাম শাহীন ২৪ ভোট, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার ২০ ভোট, দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান ১৮ ভোট, কার্যকরী সদস্য ৪ জন যথাক্রমে আলামিন শোভন ২৩ ভোট, রফিকুল ইসলাম রবি ২২ ভোট, গোলাম রব্বানী ইমরান ২১ ভোট, নাসির উদ্দিন ২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থ সম্পাদক মামুন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালান করেছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের নব নির্বাচিত সহ-সভপতি ও সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মৌলা। অন‍্যাদের মধ‍্যে নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেছেন টাঙ্গাইল প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, কালের কন্ঠের অরণ‍্য ইনতিয়াজ, ইব্রাহিম খাঁ কলেজের অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু। মোট ভোটার ৩৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *