দৈনিক তালাশ.কমঃযশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় এর নির্দেশনায় ঝিকরগাছা থানার একটি চৌকশ টিম থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং- ২৯/১২/২০২৩ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন নারাঙ্গালী পূর্বপাড়াস্থ মোঃ রহমত আলী (৫৫) পিতা- মৃত রওশন আলী সরদার, মাতা- মৃত আমেনা খাতুন, সাং- নারাঙ্গালী (পূর্বপাড়া) থানা- ঝিকরগাছা, জেলা- যশোর এর চায়ের দোকানের সামনে নারাঙ্গালী মোড় হতে পানিসারা ফুল মোড় অভিমুখি পাঁকা রাস্তার উপর আসামী ১। মিলন বিশ্বাস (২৪) পিতা- মোঃ সামাদ বিশ্বাস, মাতা-মোছাঃ খালেদা বেগম, সাং- সাদীপুর (বুল্লির মোড়) থানা- বেনাপোল পোট, জেলা-যশোরকে ০৪ কেজি গাঁজা সহ ধৃত করেন।
এ সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন।