সিদ্বিরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে পুলিশের বাধা

দৈনিক তালাশ.কমঃ হাসান আহমেদ স্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাদ আসর চিটাগাংরোড কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বর্জনে গণসংযোগ বেরহয়। শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে পুলিশ বাধা প্রদান করে এবং ব্যানার, ফেস্টুন ছিনিয়ে নিয়ে যায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে গণসংযোগে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন
বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ।

সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে পুলিশ বাধা দিয়ে আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার দেশে
বাকশাল কায়েম করতে চাচ্ছে। পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছে।

দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশে শান্তি ফিরিয়ে আনতে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিন। অন্যথায় জনগণ
আপনাদেরকে প্রত্যাখান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *