দৈনিক তালাশ.কমঃআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশে বন্দর সমক্ষেত্রে মহানগর জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক ও ১৮নংওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক সালাউদ্দিন চৌধুরী বিটুর নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে বন্দর সমক্ষেত্র এলাকায় মহানগর জাতীয় পার্টির নেতৃত্বে নেতৃবৃন্দ মিছিল নিয়ে যোগদান করেন। এসময় লাঙ্গল মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ১মো:রুবেল , প্যানেল চেয়ারম্যান ২ জাহাঙ্গীর হোসেন,ইকবাল প্রধান বাপ্পি মেম্বার, আওলাদ হোসেন তাওলাদ মেম্বার হানিফ, বিপ্লব হোসেন হাবু মেম্বার, মজিবর,কাজল,প্রবন,জসু,অমি প্রমুখ।