দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর বাংড়াতে রাত্রীকালীন উঠোন বৈঠকে সারওয়াত সিরাজ শুক্লা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সৈয়দ মাহমুদুল হাসান রাজ্জাকের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক মহসীন, কালিহাতী কলেজের সাবেক জি এস মো: হাবিবুর রহমান ঠান্ডু। এলাকাবাসী অসংখ্য নারী-পুরুষ।