র‌্যাব-১১ না.গঞ্জ কর্তৃক বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।

২। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর ২০২৩ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৯২৯০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ ১। জাহেদুল হক (২০), পিতা-আকতার আহম্মদ, মাতা-রোকেয়া বেগম, ২। মোঃ জুবাইর হোসেন (২৪), পিতা-মোঃ নুর হোসেন, মাতা-খুরশিদা বেগম, ৩। মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-মোঃ আলী আকবর, মাতা-আনোয়ারা বেগম, সর্বসাং-পূর্ব দারিয়ার দিঘী, সিকদার পাড়া, পোঃ-রাবেতা, থানা-রামু, জেলা-কক্সবাজার।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

৪। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *