দৈনিক তালাশ.কমঃ দৌলতপুর প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। তারপরও উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। উপজেলা চেয়ারম্যানের এলাকায় নৌকা ছেড়ে ঈগল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানানো হচ্ছে। এ ধরনের ভোট চাওয়ার অভিযোগ এসেছে স্বয়ং নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুনের বিরুদ্ধে।
দৌলতপুরে এখন অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগের বিদ্রোহী সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ নাজমুল হুদা পটল পক্ষে গণসংযোগ করায় নৌকা প্রতীকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলের হাই কমান্ডের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনী জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বেশ জোরেশোরে। এতে জনগণের সাড়াও পাওয়া যাচ্ছে বেশ।
কিন্তু নৌকার বিজয় ঠেকাতে ১৯ ডিসেম্বর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক নাজমুল হুদা পটল (ঈগল) পক্ষে এ্যাডঃ এজাজ আহমেদ মামুন উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে ঈগল মার্কায় ভোট চান। যা দলের হাই কমান্ড জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি অনাস্থা জ্ঞাপনের শামিল।
এতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে, যা একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের নীল নকশা। আওয়ামী লীগের দলীয় সত্ত্বার সাথে কাউকে বেইমানী না করা কিংবা দলের অস্তিত্ব হুমকির মুখে না ফেলার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার দাবি জানান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ নির্বাচনে নৌকার পরিবর্তে ঈগল মার্কায় ভোট চাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডিএম সাইফুল ইসলাম শেলী দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান আতিকের বিরুদ্ধে।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে এবারের নির্বাচনে সংসদ সদস্য সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ (নৌকা), বিদ্রোহী প্রার্থী অধ্যাপক নাজমুল হুদা পটল (ঈগল), বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ইসলাম (ট্রাক), বিদ্রোহী প্রার্থী ফিরোজ আল মামুন ( কেটলি), জাসদ মনোনীত প্রার্থী শরিফুল কবির স্বপন (মশাল) সহ তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী নৌকার বিপরীতে অবস্থান নিয়েছেন। নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ এজাজ আহমেদ মামুন নিজেও ঈগল প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার এমন আহ্বানে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার তৌহিদুর ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন সহ দলের একাধিক নেতাকর্মী এ ব্যাপারে অভিযোগ করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে এ্যাডঃ এজাজ আহমেদ মামুনের একাধিক ছবি ভাইরাল হয়েছে। ছবি গুলো উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
এ প্রসঙ্গে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরদার তৌহিদুর ইসলাম তৌহিদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মামুন বিশ্বাস প্রকাশ্যে ঈগল প্রতীকে ভোট চেয়েছেন। শুধু তাই নয় তার নেতাকর্মীদের দিয়েও ঈগল প্রতীকের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিতে হয়েও এ্যাডঃ এজাজ আহমেদ মামুন নৌকার বিপরীতে ভোট প্রার্থনা করেছেন, উপজেলা চেয়ারম্যান এর সরকারি গাড়ি ব্যবহার করে তিনি বিদ্রোহী প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীসহ দলের নীতিনির্ধারকদেরও হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।