সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে জেগে উঠতে হবে: শামীম ওসমান

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান বলেছেন, আমি নির্বাচন করতে এসেছি এটা আমার সমস্যা না। আমি রাজনীতিকে এবাদত হিসেবে নিয়েছি। আমি ভোট চাইতে আসি নাই। জনগণকে উদ্বুদ্ধ করতে এসেছি। সবাইকে জেগে উঠতে হবে। সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে জেগে উঠতে হবে। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬ নং ওয়ার্ড থেকে তার দ্বিতীয় দিনের প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হলো। কোলের শিশুকে নিয়ে মা পুড়ে মারা গেলো। এই দৃশ্য দেখার পর আমি সহ্য করতে পারি নাই। স্কুল পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে। এগুলো কোন দলের কাজ হতে পারে না। রাজনীতি আমরা মানুষের জন্য করি। তাহলে তারা কেমন রাজনীতি করে? জনগনের জান মাল নিয়ে ছিনিমিনি করে। তাদেরকে আমি দল বলবো? তাদেরকে মানুষই তো বলবো না। নির্বাচন কমিশন বলেছেন তাদের অনুমতি ছাড়া কোন মিছিল মিটিং করা যাবে না। তারা বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচির আড়ালে জ্বালাও পোড়াও করছে। নির্বাচন কমিশনে অনুরোধ করবো এদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার জন্য।

শামীম ওসমান আরো বলেন, জনগণ যদি চায় তাহলে আমাদের পাঁচ মিনিটও লাগবে না নৈরাজ্য সৃষ্টিকারিদের দমন করতে। নারায়ণগঞ্জে দমন করার পর আমরা ঢাকাও কভার করতে পারবো। যদি জনগণ চায় তাহলে আমরা সেটাও করবো। এজন্য সাধারণ মানুষকে জাগতে হবে। আমি যদি ফুল গাছ হই তাহলে আমার কাছ থেকে সুগন্ধি বের হবে। তাহলে আমাকে যত্ন করা উচিৎ। আমি যদি জঙ্গলি গাছ হই তাহলে সেখানে বিষাক্ত পোকামাকড় থাকবে। তখন সেটাকে কেটে ফেলা ছাড়া কোন উপায় নাই। তাই বলছি সমস্যা আমার না। সমস্যা সাধারণ মানুষদের। তারা কাকে পছন্দ করবে! তাই বলছি সকলকে জেগে উঠতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *