দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ছয়টি আসনের সাতজনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারি মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। এছাড়া দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের মতো নওগাঁর ছয়টি সংসদীয় আসন থেকে জাকের পার্টির প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা হলেন, নওগাঁ-১ আসনের মোহাম্মদ আলী, নওগাঁ-২ আসনের এস জে এম আর ফারুক, নওগাঁ-৩ আসনের আলাল হোসেন, নওগাঁ-৪ আসনের দেলোয়ার হোসেন, নওগাঁ-৫ আসনের মশিউর রহমান ও নওগাঁ-৬ আসনের রবি রায়হান।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক তাঁর প্রার্থীতা প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেছেন, তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছেন। প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করেননি। আর জাকের পার্টির ছয় প্রার্থীই তাঁদের প্রার্থীতা প্রত্যাহারের পৃথক আবেদনে উল্লেখ করেছেন, গণপ্রতিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৬ ধারা অনুযায়ী তাঁরা তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরাও প্রার্থীতা প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করেননি।

জেলা প্রশাসক ও নওগাঁর ছয়টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মাওলা জানান, নওগাঁর ছয়টি সংসদীয় আসনে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি থাকায় এদের মধ্যে ২২ জনের মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে দুইজন প্রার্থী তাঁদের প্রার্থীতা ফেরত পান। ৩৫ জন বৈধ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার (১৭ ডিসেম্বর) ছয়জন প্রার্থী তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এখন ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী থাকলো ২৮ জন। সোমবার তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *