দৈনিক তালাশ.কমঃ সদ্য প্রয়াত জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. মো. সালাউদ্দিনের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ই ডিসেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার ভবনে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ মহসীন মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জিপি অ্যাড. মেরিনা বেগম, অ্যাড. তমিজ উদ্দিন, অ্যাড. সেলিনা ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড রবিউল আমীন রনি, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া আমিন কানচি,কার্যকরী সদস্য অ্যাডভোকেট হালিমা আক্তার প্রমুখ।
এসময় অ্যাড. মো. সালাউদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আইনজীবীরা। বক্তব্য শেষে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।