১২ হাজার পরিবারের মাঝে বিজয়ের হাসি আব্দুল করিম বাবু

দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় ১২ হাজার পরিবারের মাঝে যেন বিজয়ের হাসি ছড়িয়ে দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কারিম বাবু। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ১৭নং ওয়ার্ডস্থ কাউন্সিলর কার্যালয় সংলগ্ন এলাকায় প্রায় ১২ হাজার দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে মাছ বিতরণ করে তিনি। যেখানে এ দুস্থ মানুষগুলো মাছের স্বাদ তেমন একটা পায়না, সেখানে বড় সাইজের একটি মাছ পেয়ে মহা আনন্দে বাড়ী ফিরেন তারা।

এর আগে এ ওয়ার্ডের পাইকপাড়া ছোট কবরস্তান সংলগ্ন পুকুর থেকে মাছ জেলে দিয়ে মাছ ধরান বাবু। পুকুরের সম্পূর্ণ মাছ ধরার পর সেগুলো দুস্থদের মাঝে বিতরণ করে তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বাদল, ইকবাল হোসেন, মো: নান্নু ও তরুণ সমাজ সেবক মো: রায়হান করিম রিয়েনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *