যুবনেতা নেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিজয় বর্ণাঢ‌্য র‌্যা‌লিতে যোগদান করেন সোলায়মান সানি

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জে যুবনেতা নেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিজয় বর্ণাঢ‌্য র‌্যা‌লিতে যোগদান করেন শেরে বাংলা এলাকাবাসী পক্ষ থেকে সোলায়মান সানি।বর্ণাঢ‌্য র‌্যা‌লি বের করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ছেলে যুবলীগ নেতা আজমেরী ওসমান। আনন্দমুখর পরিবেশে নিজের সন্তানকে সাথে নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে বিজয় রেলি বের করে। এসময় নগরবাসী আজমেরী ওসমানকে করতালির মাধ্যমে স্বাগত জানান এবং বিজয় রেলির সামনে এসে একাত্মতা প্রকাশ করেন।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরে বিজয় র‌্যা‌লি বের করে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *