দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মান্দায় মোটরসাইকেল ও পিক-আপ মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত ও একজন নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) বিকেল ৪টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফতেপুর মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন (১৬) হলেন রাজশহী জেলা মোহনপুর উপজেলার ঘাসি গ্রামের মোঃ মেহরাজের ছেলে।আহত অয়ন হাওলাদার (১৫) মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে ও অপর একজন মোঃ শান্ত (১৬) গুরুতর হওয়ার কারনে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা একই এলাকার বাসিন্দা ও তারা কেশরহাট কারিগরি কলেজের ছাত্র।
জানা যায়, তারা তিন বন্ধু কেশরহাটে প্রাইভেট পড়া শেষ করে মোটরসাইকেলে নিয়ে মান্দা উপজেলার কুসুম্বা মসজিদে বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে মোহাম্মদপুর ও ফতেপুর মোড়ের মধ্যবর্তী স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহত ফারুক হোসেনের লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহত পরিবার থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।