দৈনিক তালাশ.কমঃঅভিযান-০১(১৪ ডিসেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, এএসআই (নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬.১৫ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানাধীন স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামস্থ আসামী মোঃ হানিফ এর বসত বাড়ি হইতে আসামী মোঃ হানিফ (৫০), পিতা-মৃত নবীছউদ্দীন মন্ডল, সাং-হিজলী (দক্ষিণপাড়া),থানা-চৌগাছা, জেলা-যশোর কে ৫১ (একান্ন) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য অনুমান ১,৫৩,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) বিপ্লব সরকার বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(১৪ ডিসেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, এএসআই (নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২০.৪০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ ৬নং ওয়ার্ড রায়পাড়া মোঃ সজল হোসেন(৫০), পিতা-লালচান শেখ এর চায়ের দোকানে সামনে রেলগেট টু মাদ্রাসাপাড়া গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১। বৃষ্টি বেগম ছন্দা @ ফরিদা(২৫), পিতা-মৃত আসাদ হোসেন, স্বামী-হীরা মোল্লা, সাং-রায়পাড়া তেতুলতলা, এ/পি-সাং-কারবালা সমজিদ রোড জনৈক মাহবুব রহমানের বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ১,৫০,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৩
(১৪ ডিসেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ রইচ আহমেদ, এএসআই (নিঃ)/ মোঃ ইমদাদুল হক, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বাঘারপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ১৭.৩০ ঘটিকার সময় যশোর জেলার বাঘারপাড়া থানাধীন তেলিধান্যপুরা সাকিনস্থ সরকারি শহীদ সিরাজুদ্দীন ডিগ্রি কলেজের পশ্চিম পাশে খাজুরা বাজার টু রাজাপুর গামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ তাজিম উদ্দিন(৩৬), পিতা-হোসেন আলী, মাতা-আমেনা খাতুন, সাং-পাঁচবাড়িয়া, ২। আশিকুল ইসলাম সোহাগ(৩০), পিতা-মৃত চাঁদ আলী বিশ্বাস, মাতা-সুফিয়া বেগম, সাং-রামকৃষ্ণপুর, উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর দ্বয়কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৪৫,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ রইচ আহমেদ বাদী হয়ে যশোর বাঘারপাড়া থানায় এজাহার দায়ের করেন।