মহিলাদের আইডিতে পর্ণোগ্রাফি প্রেরণ চক্রের ৫ জন গ্রেফতার 

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ খানপুর এলাকা হতে মোবাইল এর মাধ্যমে বিভিন্ন ছাত্রী ও মহিলাদের আইডিতে পর্ণোগ্রাফি প্রেরণ চক্রের মূল হোতা মাসুদ রানা @ তন্ময় আহম্মেদ সহ ০৫ জন অপরাধী গ্রেফতার এবং কম্পিউটার পিসি, মনিটর এবং ০৫ টি এ্যানড্রয়েড মোবাইল উদ্ধার।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখ ১০ঃ০০ ঘটিকা হতে ১১ঃ৫০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল খানপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল এর মাধ্যমে বিভিন্ন ছাত্রী ও মহিলাদের আইডিতে পর্ণোগ্রাফি প্রেরণ চক্রের মূল হোতা মাসুদ রানা @ তন্ময় আহম্মেদ সহ ০৫ জন আসামী ১। মোঃ মাসুদ রানা @ তন্ময় আহম্মেদ (৩৪), পিতা মোঃ আলী হোসেন, মাতা-মোছাঃ রীনা বেগম, সাং-কুমুদীনি বাগান, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ মিলন (২৮), পিতা-মোঃ হোসেন খান, মাতা-রেহেনা বেগম, সাং-দূর্গাপুর, থানা-মির্জাগঞ্জ, জেলা-বরিশাল , এ/পি সাং- খানপুর বউবাজার, থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ মাসুম (৩০), পিতা-মোঃ রুহুল আমিন, মাতা-মোছাঃ মমতাজ বেগম, সাং-বালিগাঁও ফুলকুচি, থানা-সদর, জেলা-মুন্সিগঞ্জ, এ/পি সাং- খানপুর কোল্ডস্টোর ক্লাবের সামনে দূর্জয়ের বাসার ভাড়াটিয়া, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ জনি (৩২), পিতা-জাহিদ হোসেন, মাতা-মোছাঃ মেহেরুন নেছা, সাং-কুমুদিনি বাগান, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ এবং ৫। মোঃ মাহাবুবুর রহমান (২২), পিতা-বাদশা মিয়া, মাতা-মোছাঃ মোশেরা বেগম, সাং-কলাবাগ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করা হয়।

২। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, পর্ণোগ্রাফি চক্রের মূল হোতা মাসুদ রানা @ তন্ময় আহম্মেদ এর নেতৃত্বে “বন্ধু কোথায়” নামে ফেইসবুক মেসেঞ্জার গ্রুপ গড়ে তুলে। গ্রুপে প্রতিটি সদস্য মারাত্তক ভাবে পর্ণো আসক্ত। গ্রুপের সদস্যরা বিভিন্ন নিষিদ্ধ পর্ণো সাইট হতে পর্ণোগ্রাফি সংগ্রহ করে একে অপরের নিকট আদান প্রদান করে এবং উক্ত পর্ণ ভিডিওগুলো গ্রুপের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করে অনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী ও মহিলাদের মেসেঞ্জার আইডিতে পর্ণোভিডিও প্রেরণের মাধ্যমে, ব্ল্যাকমেইল, অর্থ দাবীসহ পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এতে করে ভূক্ত ভোগীরা পারিবারিক ভাবে বিভিন্ন সমস্যার সম্ম্খুীণ হয়।

৩। র‌্যাব-১১,সিপিসি- ১,নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় “বন্ধু কোথায়” গ্রুপের সক্রিয় ০৫ সদস্যকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন খানপুর এলাকা থেকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত ০৫ টি এ্যান্ডয়েড মোবাইল ও ০১ টি কম্পিউটার (ডেক্সটপ) জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত ইলেক্ট্রনিক ডিভাইসগুলো পরিক্ষা করে প্রচুর পরিমানে পর্ণোভিডিও পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত অনৈতিক কাজের সাথে জড়িত বলে স্বীকার করে।

৪। গ্রেফতারকৃত আসামীদেরকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *