দৈনিক তালাশ.কমঃঘটনা ও গ্রেফতারের বিবরণঃজেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় সোমবার (১১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ০৬:৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন হাসিমপুর বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে যশোর-মাগুরা গামী হাইওয়ে রাস্তার উপর হতে যশোর জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী (১) আশানুর মোল্লা (৩৬), (২) রাজিব ভূইয়া (২৫) দের ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১৫,০০,০০০/= (পনের লক্ষ) টাকা।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী (১) আশানুর মোল্লা’র বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ২০টা মামলা রয়েছে এবং (২) রাজিব ভূইয়া’র বিরুদ্ধে ইতোপূর্বে ০৭টা মাদক মামলা রয়েছে।
আসামীর তথ্যঃ
(১) আশানুর মোল্লা (৩৬), পিতামৃত- আলতাব মোল্লা, সাং- গয়ড়া, (২) রাজিব ভূইয়া (২৫), পিতা- আলমগীর ভূইয়া, সাং- কলেজপাড়া, উভয়থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর।