দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, নিহত যুবকের পড়নে দুটি জামা ও একটি টাউজার প্যান্ট এবং পায়ে জুতা রয়েছে। একটি হাত ভাঙ্গা। ধারনা করা হচ্ছে পদ্মা রেল সেতুর উপর থেকে পড়ে মারাগেছে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।