দৈনিক তালাশ.কমঃগ্রেফতার অভিযান-০১ঃশনিবার (০৯ নভেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান, এসআই(নিঃ) বিপ্লব সরকার, এএসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৫.২৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৪নং নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামস্থ হাইকোর্ট মোড় টু তালবাড়ীয়া গামী পাকা রাস্তার উপর মোশপেক এর বাড়ির সামনে হতে আসামী ১। মোঃ হিমেল হোসেন @ বাদশা (২৪), পিতা হারুনুর রশিদ, সাং- সুলতানপুর বাবুপাড়া বর্তমান শেখহাটি দক্ষিণপাড়া পিয়ারুল এর বাড়ির ভাড়াটিয়া, ২। আতিক বিন তৌহিদ ওরফে নেহাল (১৯) পিতা মোঃ তহিদুল ইসলাম ওরফে মনা, গ্রাম- শেখহাটি মিয়াবাড়ি মোল্লা পাড়া, উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা- যশোর দ্বয়কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
গ্রেফতার অভিযান-০২ঃ
শনিবার (০৯ নভেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান, এএসআই(নিঃ) ৬৩৫ গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই (নিঃ) এস,এম, ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.১০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানাধীন কুলিয়া সাকিনস্থ জনৈক আনসার মোল্লার বাড়ির সামনে গ্রাম্য কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আশাদুল ইসলাম @ আশা (৪৪), পিতা-মৃত ওয়াজেদ আলী, সাং-কুলিয়া, থানা-চৌগাছা, জেলা-যশোরকে ৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।