দৈনিক তালাশ.কমঃইয়াছিন আলী ইমন কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের ফুলবাড়ীতে দোকান ভাড়া চাওয়ায় মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সুলতান,আলমগীর, জাহাঙ্গীর, ছোবাহান,শাহাদত, শাহাজাহানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য-কাশিপুর এলাকায়।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মধ্য-কাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) মধ্য-কাশিপুর বাজারে নিজের ভাড়া দেওয়া দোকানের ভাড়াটিয়া সুলতানের নিকট টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এসময় সুলতানের লোকজন আলমগীর, জাহাঙ্গীর, ছোবহান, শাহাদত, শাহাজাহান তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তাকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃঞ্চ দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।