দৈনিক তালাশ.কমঃ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী নিম্নোক্ত অভিযান
পরিচালনা করে।
*কিশোর গ্যাং এবং নাশকতাকারী গ্রেফতারঃ*
২০ নভেম্বর ২০২৩ ভোর রাতে র্যাব-১১ সিপিসি-৩ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ছয়ানি উচ্চ বিদ্যালয়ের পাশে জহির সুপার মার্কেট এর ৩য় তলায় একদল কিশোরগ্যাং এর অবস্থান সম্পর্কে অবগত হয়ে কিশোর গ্যাং বিরোধী একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কিশোর গ্যাং এর পৃষ্ঠপোষক মোঃ নাজমুল ইসলাম রাসেল সহ ০৯ জন কিশোর গ্যাং এর সদস্যকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও নভেম্বর ২০২৩ খ্রিঃ মাসে নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে র্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল ০৭ টি অভিযান পরিচালনা করে সর্বমোট ১৫ জন নাশকতাকারীদের গ্রেফতার করেন।