দৈনিক তালাশ.কমঃর্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় নিম্নোক্ত অভিযান সমূহ র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী পরিচালনা করে।
*অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারী অভিযানঃ*
১। ০৩ নভেম্বর ২০২৩ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ইকবাল হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়। এ সময় অস্ত্রধারী সস্ত্রাসীর হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
২। ২২ নভেম্বর ২০২৩ ইং তারিখ ভোর রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী নুর হোসেন @ সাগর (২৬) কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে ০১ টি এলজি, ০১ টি মোবাইল ও নগদ ৫,৪০০/- টাকা উদ্ধার করা হয়।
৩। ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন হাসানপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ জাকির হোসেন (৪৩) কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে ০১ টি বন্দুক ও ০২ টি মোবাইল উদ্ধার করা হয়।