বাসের কাউন্টারের অন্তরালে হোটেল মাসুদের মাদক ব্যবসা

ফতুল্লা থানাধীন মাসদাইর বারোই বোক সংলগ্ন ফারিয়া গারমেস পর্যন্ত মাদকসম্রাট,হোটেল মাসুদের,জম জমাট মাদক ব্যবসা ভাঙ্গারির দোকানে হেলমেট ঝুলিয়ে হেলমেটের ভিতরে রেখে বিক্রি করে যাচ্ছে মাদক এলাকায় ডিস্ট্রিক্ট বাসের কাউন্টার সামনে চলছে এ-ই মাদক ব্যবসা,জুয়া,গাঁজা হিরোন,ফেনসিডিল ব্যবসা এলাকায় খবর নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে বাস কাউন্টারের অন্তরালে চলছে গাঁজা,ফেনসি,ইয়াবা,জুয়া সহ নানা অপকর্ম সন্ত্রাসী,হোটেল মাসুদ পিতা মুসলিম।সন্ত্রাসীদের সাথে আত আত করে মাসুদ এ-ই অপকর্ম চালিয়ে যাচ্ছে তাই নারায়ণগঞ্জ জেলা এসপি ও ফতুল্লা থানার ওসি সাহেবের কাছে এলাকায় বাসীর দাবি যাতে করে আইন গত ব্যবস্থা গ্রহণ করেন। মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাং এ-র আত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

আরো জানা যায় মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদক ব্যবসায়ী পারুলির জমজমা মাদকব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে পারুলি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মাদক ব্যবসা ধরাছোঁয়ার বাইরে পারুলি ও তার সহযোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *