অনেক পুরনো রেকর্ড ভাঙলেন জয়াসুরিয়া

খেলাধুলা ডেস্ক : অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া ডেলিভারি কভার ড্রাইভ করলেন পল স্টার্লিং। ক্ষণিকের জন্য হাওয়ায় ভেসে যাওয়া বল এক্সট্রা কভারে খানিক নিচু হয়ে দারুণ ক্যাচ নিলেন কুসল মেন্ডিস। বাতাসে হাত ছুড়ে উল্লাসে মাতলেন প্রবাথ জয়াসুরিয়া। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ানকে ফেরানো ছাপিয়ে এই উদযাপনে যেন মিশে থাকল দীর্ঘদিনের পুরনো রেকর্ড ভাঙার তৃপ্তি। ৪৩ উইকেট নিয়ে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন জয়াসুরিয়া। প্রথম ইনিংসে আরও ৫টি নিয়ে পৌঁছে যান পঞ্চাশের দুয়ারে। দ্বিতীয়ভাগে পিটার মুর ও স্টার্লিংকে আউট করে স্রফে ৭ টেস্টেই ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে উইকেটের ফিফটি পূরণে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম এবং স্পিনারদের মধ্যে দ্রুততম জয়াসুরিয়া।

১৮৮৮ সালে স্রফে ৬ টেস্টে ৫০ উইকেট নেন চার্লি টার্নার। প্রায় ১৩৫ বছর ধরে অক্ষত রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ডানহাতি পেসারের এই রেকর্ড। জয়াসুরিয়াসহ টার্নারের রেকর্ডের খুব কাছে যেতে পেরেছেন ৩ জন বোলার। ১৮৯৩ সালে ইংল্যান্ডের থমাস রিচার্ডসন ৫০ উইকেট নেন ৭ টেস্টে। এরপর দীর্ঘ অপেক্ষা। ২০১২ সালে ৭ টেস্টে উইকেটের পঞ্চাশ পূরণ করেন দক্ষিণ আফ্রিকান পেসার ভার্নন ফিল্যান্ডার। ১১ বছরের মাথায় রিচার্ডসন-ফিল্যান্ডারের পাশে বসলেন লঙ্কান স্পিনার। তবে স্পিনারদের মধ্যে ৩১ বছর বয়সী লঙ্কান বোলারই সবার উপরে। ১৯৫১ সালে ক্যারিয়ারের অষ্টম টেস্টে ৫০ উইকেট পূরণ করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বাঁহাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইন। ৭১ বছরের বেশি সময় পর স্পিনারদের মধ্যে তাকে দুইয়ে নামিয়ে দিলেন জয়াসুরিয়া।  শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট ছিল দিলরুয়ান পেরেরার।

২০১৬ সালে ক্যারিয়ারের ১১তম টেস্টে এই রেকর্ড গড়েন ডানহাতি অফ স্পিনার। সাত বছরের মাথায় জয়াসুরিয়ার কাছে রেকর্ডটি হারালেন পেরেরা। গত বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক জয়াসুরিয়ার। বছর ঘোরার আগেই দারুণ কীর্তি গড়লেন তিনি। সাত ম্যাচের ১৩ ইনিংসে হাত ঘুরিয়ে ৬ বার ৫ উইকেট ও ম্যাচে ২ বার ১০ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। সাত ম্যাচের পাঁচটিই গলে খেলেছেন। গলে অভিষেক টেস্টের দুই ইনিংসেই তার শিকার হন ৬ জন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে আরও ৯ উইকেট নেন জয়াসুরিয়া। সেখান থেকে আর থামাথামি নেই। নিউ জিল্যান্ড সফরের দুই ম্যাচের তিন ইনিংসে নিষ্প্রভ ছিলেন তিনি। ধরতে পারেন স্রফে ৪ শিকার। এ ছাড়া গলে খেলা বাকি ৫ ম্যাচের ১০ ইনিংসে ৪৬ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *