জেলা আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ৪ আসনে জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী

দৈনিক তালাশ ডটকমঃ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনে আইনজীবী সমিতির সভাপতি এড হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এড এইচ এম আনোয়ার প্রধান ও আইনজীবী সমিতির সকলের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন মুফতি মনির হোসাইন কাসেমী।

‎সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতী মুনির হোসাইন কাসেমী বলেন, আমাদের দলের নাম ভিন্ন হতে পারে জমিয়তে উলামায়ে ইসলাম আর জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু কিছুনা আমাদের আদর্শ এক আমাদের চলার পথ এক। অতীতেও আমরা একসাথে চলে এসেছি এখনো আমরা ঐক্যবদ্ধ আছি, তারেক জিয়ার নেতৃত্বে এই দেশকে সুন্দর ভাবে গড়ে তুলার ব্যাপারে আমাদের মাঝে কোনো দ্বিধা বিভক্ত নেই। এবার হয়তো আমাকে নমিনেশন দিয়েছে আগামীতে অন্য কাউকে দিবে যখন যাকে দিবে তখন আমার সকলে ঐক্যবদ্ধ ভাবে তাকে বিজয় করার আপ্রাণ চেষ্টা করবো এটাই আমাদের এখনকার অঙ্গিকার।

‎এসময় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মুফতী হারুন অর রশিদ, ছাত্রনেতা মোশারফ হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *