আমরা নারায়ণগঞ্জ থেকে বেকারত্ব দূর করবো: দিপু ভূঁইয়া

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (NCCI) সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন। নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোতে অন্তত ৩০ শতাংশ স্থানীয় নাগরিককে চাকরি দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নগরীর নারায়ণগঞ্জ ক্লাবে NCCI-এর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও জানান, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পাট ও জামদানি নিয়ে তারা কাজ করছেন এবং এগুলো যেন রপ্তানি করা যায়, সেই চেষ্টা চালাচ্ছেন। এর পাশাপাশি, দক্ষ শ্রমিক তৈরির জন্য একটি ট্রেনিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন ভাষা শিখিয়ে বিদেশে লোক পাঠানোর জন্যও কাজ করা হবে। আমরা কারখানাগুলোতে কথা বলছি, যেন নারায়ণগঞ্জের অন্তত ৩০ শতাংশ লোককে চাকরি দেওয়া হয়। আমরা নারায়ণগঞ্জ থেকে বেকারত্ব দূর করব।

তিনি আরও জানান, আমি আশা করবো নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ নামের একটি বোর্ড হবে। আমরা রাজউকের আওতায় থাকতে চাই না। নারায়ণগঞ্জ যে টাকা ট্যাক্স দেয়, সেই টাকায় নারায়ণগঞ্জকে অবশ্যই একটি মেট্রোপলিটন শহর হিসেবে তৈরি করা হোক।

নারায়ণগঞ্জের জিডিপি-তে দেশের মোট অবদানের আট শতাংশ উল্লেখ করে দিপু ভূঁইয়া প্রশ্ন তোলেন, তবুও নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা বানিয়ে রেখেছে। আমরা নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে তৈরি করব। নারায়ণগঞ্জ অচল হয়ে গেছে ট্রাফিকের জন্য।তিনি ট্রাফিক সমস্যা কমাতে বিভিন্ন স্পটে ছাত্রদের নিয়ে চেম্বারের প্রচেষ্টার কথা জানান।

নারায়ণগঞ্জে মেট্রোরেল আনার জন্য তারা রেল মন্ত্রণালয়ে গিয়েছি, যাতে নারায়ণগঞ্জের মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে। নারায়ণগঞ্জটা আমরা ব্যবসায়ীদের নিয়ে গড়ব। সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়ার দায়িত্ব আমাদের আছে।ডিএনডি এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং ঈদগাহ ময়দানের সৌন্দর্য বর্ধনে জেলা প্রশাসনের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাহবুবুর রহমান স্বপন, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া ও আব্দুল্লাহ্ আল-মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *