৪ আসনের মনোনয়ন সংগ্রহ করলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আনোয়ার হোসেন

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রবিবার (২১শে ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠন এহসান পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আনোয়ার হোসেনের পক্ষে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক আল আমিন রাকিব।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক আল আমিন রাকিব বলেন, আচরণবিধি মেনেই আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলাই আমাদের ইচ্ছা। সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীর পথচলা নিশ্চিতে জন্য আমরা সবার দোয়া কামনা করছি।

মনোনয়ন সংগ্রহকালে এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মোঃ নূর আলম, পাকিজা গ্রুপের সাবেক সিইও আলহাজ্ব আবু মাসউদ, নির্বাহী সদস্য আলহাজ্ব জহিরুল ইসলাম, ফতুল্লা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ওজিউল্লাহ, যুব মজলিস মহানগরের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদর থানার সভাপতি হাজী লিয়াকত হোসেন, বায়তুলমাল সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র মজলিস মহানগরের সভাপতি আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা রনি ও প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *