মনোনয়ন পেয়ে কালামের বাসায় ছুটে গেলেন সাখাওয়াত

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়ে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের বাসায় ছুটে গিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাখাওয়াত নিজেই। পরে তিনি ঢাকার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে দেখা করতে যান। সন্ধ্যায় নিজ এলাকায় ফিরলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর অ্যাডভোকেট সাখাওয়াত প্রথমে ছুটে যান এ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের ব্যক্তিগত কার্যালয়ে। তবে বাবুল কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। ফলে বাবুলের সাথে দেখা হয়নি তার। পরে তিনি সেখান থেকে সোজা চলে যান কালীবাজারেরর সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের বাসায়। সেখানে অ্যাভোকেট সাখাওয়াতকে নানা পরামর্শসহ মিষ্টিমুখ করার সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম।
পরে তিনি বলেন, ‘আমরা সবাই এক পরিবারের লোক।’ বাহিরে হলো রাজনীতি আর বাসায় হলো সামাজিকতা।
তবে দলীয় প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াতকে তিনি সমর্থক করবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব তিনি অনেকটা এড়িয়ে যান।
তবে উপস্থিত দলীয় নেতাকর্মীরা বলেন, ভাই (কালাম) যেহেতু বলছে আমরা সবাই এক পরিবারের লোক। সেহেতু সেখানে আর কোন কথা থাকেনা। তিনি সাখাওয়াতকে সমর্থন না দিলেতো এ কথাটি বলতেন না।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *