বিজয় দিবস উপলক্ষে মহানগরী জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চাষাড়া শহীদ মিনারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, ১৯৭১ সালে যে বিজয় অর্জিত হয়েছিল, বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে সেই বিজয়ের সুফল সাধারণ মানুষ পায়নি। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বিজয়ের পরও দেশে পুরোপুরি শান্তি ফিরে আসেনি। বিজয় দিবসের শিক্ষা নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, একটি মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশ গড়তে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। কোরআনের আইন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো: মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য ও শিহরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, জামায়াত নেতা সাঈদ তালুকদার, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মাহাবুব আলম, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার আমীর মাওলানা কামাল উদ্দিন এবং বন্দর দক্ষিণ থানার আমীর আব্দুল হাই জাফরী থানা আমির খলিলুর রহমান টিটু, মুজিবুর রহমান শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরবর্তিতে দ্বিতীয় পর্বে মাগরিব নামাজের পর বিভিন্ন শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং যেখানে সহস্রাধিক দর্শনার্থী তা উপভোগ করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *