দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ শাহ আলমের পক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকালে নগরীর চাষাড়া বিজয়স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী এসময় জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে এবং ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় নেতাকর্মীদের ‘আজকে এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে। স্বাধীনতার ঘোষক জিয়া, লওলও লও সালাম’ সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।
জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল’র নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিঠু ও ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু সহ বিভিন্ন অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জাহিদ হাসান রোজেল বলেন, ১৬ ডিসেম্বর! এটি আমাদের গৌরবের, বিজয়ের, আর আনন্দ-অশ্রু-মাখা এক মুক্তির দিন। আজ থেকে ঠিক ৫৪ বছর আগে, এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় আকাশ-বাতাসে উদ্ভাসিত হয়েছিল।
দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, যা আজও আমাদের হৃদয়ে অমর সত্ত্বার মতো বাস করে।
আজকের এই মহান দিবসে আমরা পৃথিবীর বুকে একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম। এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি, যাঁরা তাঁদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে এই স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন।