দৈনিক তালাশ ডটকমঃ বিশেষ প্রতিনিধি : স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে আড়াইহাজারে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করেও ন্যায় বিচারে ব্যর্থ হয়ে সংবাদ সম্মেলন করেছে।
সোমবার ৮ ডিসেম্বর বিকেলে নারায়নগঞ্জের চাষাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী স্ত্রী শরিফা আক্তার (৩৪) পিতা-মোঃ মোছলেম উদ্দিন, সাং- বগাদী, থানা- আড়াইহাজার জেলা- নারায়ণগঞ্জ সংবাদ সম্মেলন জানান, আমার স্বামী আফজাল শিকদার (৪৯) তার বড় ভাই আরজু শিকদার এবং আমার সতিনের মেয়ে তানিয়া আক্তার সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছি। আমার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বিগত ১৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক তার সাথে বিবাহ হয়। আমাদের সংসারে ০২ জন ছেলে ০১ জন মেয়ে আছে। বিবাহের পর থেকেই আমার স্বামী তার আগের স্ত্রী (সতিন)’র মেয়ে তানিয়া আক্তার এর কথায় আমার স্বামী প্রায় সময়ই আমাকে বেধড়ক মারধর করেন। আমার স্বামীর সাথে আমার ভাসুর আরজু শিকদার ও তার ছেলে শরীফ শিকদার আমাকে নানা ভাবে শারিরীক ও মানষিক ভাবে অত্যাচার মারধর করে। কারণ আমি আমার ভাইয়ের সমস্যায় সহায়তা প্রদান করি।
এই সূত্রে, গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল অনুমান ১০টা ৩০ ঘটিকার সময় আমার দেবর মাহবুবুল আলম শিকদারের ঘরে বসে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় আমার স্বামী তার ঘরে প্রবেশ করে আমাকে পিছন থেকে এসে আমার চুলের মুঠি ধরে টেনে হেচড়ে মাটিতে ফেলাইয়া দেয় এবং উপর্যপরি মারধর করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমার আর্তচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসলে আমার স্বামী আমাকে বিভিন্ন ভয়ভীতিসহ খুন, জখমের হুমকি প্রদান করে চলে গেলে স্থানীয় প্রতিবেশীর সহায়তায় আমি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল হতে প্রাথমিক চিকিৎসা নেই।
এ বিষয়ে আমার স্বামী বাদী হয়ে উল্টো আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। কিন্তু ওই দিন তারা এই অভিযোগ করার আগে আমাকে আমার বাসার মধ্যে আটকিয়ে মারধর করে আমাকে অজ্ঞান করে থানায় গিয়ে অভিযোগ করে। আমি আমার স্বামীর সংসার শান্তিতে করতে চাই আমার দুই ছেলে এক মেয়েকে নিয়ে। কিন্তু আমাকে আমার স্বামী ও তার স্বজনরা প্রতিদিন মারধর করাতে বর্তমানে নিজের জীবন নিয়ে সংশয়ে আছি।
থানায় অভিযোগের বিষয়ে ভুক্তভোগী জানায়,
আড়াইহাজার থানায় এ এস আই বাসেদ এর কাছে আমার অভিযোগ এর দায়িত্ব পরলে তিনি তদন্তে গিয়ে আমার স্বামীর পক্ষের একজন মাতবর শালিসকে স্থানীয় ভাবে সমাধান করার অনুমতি দিয়ে আসে। ওদিন রাতে ৯টার পর আমার স্বামীর বাড়িতে শালিস হয় শালিস চলাকালীন সময় আমার স্বামী তার বড় ভাই ও তার ছেলে এবং আমার সতিনের মেয়ে সহ আরো কয়েকজন মিলে আমাকে পুনরায় মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখে। তারপর আমার স্বামী মিথ্যা অভিযোগ দায়ের করতে আড়াইহাজার থানায় গেলে ঐ সুযোগে স্থানীয়দের সহায়তায় আমি জীবন বাঁচাতে চলে আসি।
এ বিষয়ে আড়াইহাজার থানার এ এস আই বাসেদ কে ফোন দিলে তিনি জানান, আমি উভয়পক্ষের লিখিত অভিযোগ এর ভিত্তিতে তদন্তে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টি মিমাংসার জন্য অনুরোধ করি। যেহেতু অভিযোগটি পারিবারিক সেহেতু এটি মিমাংসার জন্য বিজ্ঞ আদালতের সরানপূর্ণ হতে পরামর্শ করি।
এ বিষয়ে ভুক্তভোগী স্ত্রী শরিফা আক্তার সাংবাদিকদের মধ্যমে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি আকর্ষণ করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানায়।