দৈনিক তালাশ ডটকমঃ রোববার (২৮ ডিসেম্বর) দুপরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দিয়ে এড. আবুল কালাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আপনাদের সকলকেই সাথে নিয়ে আমি কাজ করব। সকল সমস্যার সমাধান করব।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা,বিএনপি নেতা আওলাদ হোসেন, লিটন, আইনজীবী নূর বাধন, বিএনপি নেতা আকতার হোসেন খোকন শাহ সহ প্রমুখ।
উল্লেখ্য; আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা পর্যন্ত।