জাতীয় সাংবাদিক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ :
দেশজুড়ে সাংবাদিকদের ঐক্য ও অধিকার রক্ষার প্রত্যয়ে মহামিলন
হয়ে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষার দৃঢ় প্রত্যয়ে ঢাকার ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবন, কাকরাইলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার “জাতীয় সাংবাদিক সমাবেশ ২০২৫”।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এই বর্ণাঢ্য ও সুশৃঙ্খল সমাবেশে দেশের প্রতিটি জেলা, বিভাগ ও উপজেলা ইউনিট থেকে আগত সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক অনন্য সাংবাদিক মহামিলনের সৃষ্টি হয়।
সমাবেশে ইউনিয়নের ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ জামাল হোসেন (সভাপতি, নীতি নির্ধারণ পরিষদ),
আছিয়া আক্তার (সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ),
মোঃ আলমগীর গনি (মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ),
আতিকুর রহমান আজাদ (যুগ্ম মহাসচিব),
মোঃ মনজুর হোসেন (সদস্য, নীতি নির্ধারণ পরিষদ),
মোঃ আবুল বাসার মজুমদার (সদস্য সচিব),
শাজাহান মোল্লা (নির্বাহী সভাপতি),
মোহাম্মদ আতিকুল ইসলাম (সদস্য),
ডা. এস এম সরোয়ার, শিহাব উদ্দিন আহমেদ টিপু, লায়ন শিকদার মোঃ আরিফুল আলম টিটো (সহ-সভাপতি),
মোঃ আবু মুসা, অ্যাডভোকেট জসীম উদ্দীন (যুগ্ম মহাসচিব),
সরকার জামাল ও মোঃ খলিলুর রহমান (সহকারী মহাসচিব)সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের সুচিন্তিত বক্তব্য, ঐক্যের আহ্বান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মাধ্যমে সমাবেশটি সফল ও তাৎপর্যপূর্ণ রূপ লাভ করে।
সমাবেশে টাঙ্গাইলের কালিহাতী ইউনিটের উপদেষ্টা সাংবাদিক শাহ আলম ও সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজের নেতৃত্বে সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, সদস্য প্রভাত দত্তসহ একটি হাইস গাড়িতে অংশগ্রহণ করেন টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক মাসুদুর রহমান মিলন, সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন, মোঃ মনির, মোঃ পলাশ ও মোঃ কেরামত আলী।
এছাড়াও মধুপুর ও ঘাটাইল থেকে পৃথক হাইসযোগে সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ এবং মির্জাপুর উপজেলা কমিটির সদস্যরা বিশাল বহর নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন, যা সমাবেশের মর্যাদা আরও বৃদ্ধি করে।
বক্তব্যে কালিহাতী উপজেলা সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ বলেন,
“সারা দেশ থেকে আগত সাংবাদিকদের এই বিশাল অংশগ্রহণ প্রমাণ করে—ঐক্য থাকলে সাংবাদিকদের কণ্ঠ কখনো রুদ্ধ করা যাবে না। আমরা যদি বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়াই, তাহলে অপরাধী ও উসকানিমূলক মহল সাংবাদিকদের শারীরিক ও মানসিকভাবে আঘাত করার সাহস পাবে না।”
তিনি আরও বলেন,
“আমি টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক ও ঢাকার জাতীয় দৈনিক ‘আমার বার্তা’র কালিহাতী প্রতিনিধি। ২০২০ সালে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে গিয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হই। দীর্ঘ পাঁচ বছর দুই মাস আইনি লড়াই শেষে ন্যায়বিচার পেয়েছি। এখন ক্ষতিগ্রস্ত হিসেবে মানহানি মামলার আইনি সহায়তা জাতীয় সাংবাদিক সংস্থার মাধ্যমে প্রত্যাশা করছি।”
তার এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকরা সমস্বরে সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমগ্র আয়োজনটি ছিল শৃঙ্খলাপূর্ণ, ভাবগম্ভীর ও সাংবাদিক সমাজের জন্য দিকনির্দেশনামূলক—যা আগামী দিনে পেশাদার সাংবাদিকতার পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *