চেম্বার অব কমার্সের নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্মাননা স্মারক পেলেন শরিফুল ইসলাম আলামিন

দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম সিরাজগঞ্জ: শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫.দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান কে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ছিল উপচে পড়া ভিড়। এ সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নবনির্বাচিত প্রতিনিধিগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাধারণ জনগণ এই অনুষ্ঠান উপভোগ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিংহ পুরুষ খ্যাত সাবেক মন্ত্রী জনাব মোঃ ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয়। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ৪১ তম সভা২০২৫ এ, সম্মাননা স্মারক সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয়ের হাত থেকে গ্রহণ করেন, বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে বিজয়ী ” মো: শরিফুল ইসলাম আলামিন । ক্রেস্ট পেয়ে তিনি অনুভূতি ব্যক্ত করেন, আজকের এই সম্মাননা সকল ভোটার ভাইদের, যারা আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয় যুক্ত করেছেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি সাবেক মন্ত্রী জনাব মো: ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় কে বরণ করে নেওয়া হয়। এরপর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নবনির্বাচিতদের একে একে আসন গ্রহণ করানো হয় এবং নির্বাচিত প্রতিনিধিবৃন্দদের শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর সকল প্রতিনিধিগণ কে প্রধান অতিথি মহোদয় সম্মাননা ক্রেস্ট, একে. একে হাতে তুলে দেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত চেম্বার প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জনাব মো: ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় । সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই উপভোগ করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *