মধুপুর থানায় উদ্ধারকৃত মোটরসাইকেল জব্দ ছিনতাই কারীর মুক্তি টাঙ্গাইলের এসপি বরাবর অভিযোগ

দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর থানায় অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারীসহ ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার, মোটরসাইকেল থানায় জব্দ থাকলেও অভিযুক্ত ছিনতাইকারীকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মধুপুর থানা পুলিশের বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগী মোঃ আশিক (৩৫), কালিহাতী উপজেলার দ্বিমুখা গ্রামের বাসিন্দা। বুধবার (২৪ ডিসেম্বর) টাংগাইল জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ অনুযায়ী জানা যায়, গত ১৯ ডিসেম্বর বিকেলে মধুপুর থানাধীন গোপদ গ্রামে এতিমখানা সংলগ্ন বিজয় ইটভাটার সামনে আশিককে জোরপূর্বক অবরুদ্ধ করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় মধুপুর উপজেলার গোপদ গ্রামের আলামিন হোসাইন বাবু (৩২), পিতা আব্দুর রশিদ, সাং গোপদ, ডাকঘর+উপজেলা মধুপুর জেলা টাঙ্গাইল।
ঘটনার পরপরই ভুক্তভোগী মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আলামিন হোসাইন বাবুসহ ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে বাদী ভুক্তভোগী আশিককে অভিহিত করেন। কিন্তু পরদিন সকালে ভুক্তভোগী থানায় গিয়ে বিস্ময়ের সঙ্গে জানতে পারেন— মোটরসাইকেলটি জব্দ রেখে রহস‍্যজনকভাবে ছিনতাইকারীকে ছেড়ে দিয়েছেন। স্থানীয় একাধিক সাংবাদিকের সরেজমিন অনুসন্ধানে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা উঠে এসেছে, যা বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ভুক্তভোগী মোঃ আশিক অভিযোগ করে বলেন,
“আমি আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। আমি এখন বুঝতে পারছি না— আইনের কাছে গেলে ন্যায়বিচার পাওয়া যায়, নাকি আরও বিপদ বাড়ে। পরিবার নিয়ে ভয়ে দিনাতিপাত করছি।”
তিনি আরও বলেন,
“যদি অভিযুক্তের কোনো দাবি থাকতো, সে আদালতে যেতে পারতো। কিন্তু সে আইন নিজের হাতে তুলে নিয়েছে। তারপরও পুলিশ তার পক্ষ নিচ্ছে— এটা আমার জন্য ভীষণ হতাশার।”
এই ঘটনার পর স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার না পেয়ে ভুক্তভোগী টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং নিজের ও পরিবারের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *