দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্রের নির্বাচনী ফরম গ্রহণ করেছেন।
কালিহাতী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে জাতীয় পার্টির প্রার্থী মোঃ লিয়াকত আলী এবং কালিহাতী থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন এদিন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি। প্রার্থীদের আপিল করার সময় নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারা দেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে মনোনয়নপত্র ফরম সংগ্রহের মধ্য দিয়ে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।